নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে গরু বহনকারী শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটির ধাক্কায় আকুল হোসেন নামে এক পথচারির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় এই দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত আকুল হোসেন উপজেলার হারোয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে। এ ঘটনায় ভুটভুটির চালক মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও স্থানীয়রা বলেন, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় রাস্তা পর হচ্ছিলেন আকুল হোসেন। এ সময় নাটোরের গুরুদাসপুর থেকে পাবনা গামী গরু বোঝায় একটি ভুটভুট পথচারি আকুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হয় সে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আকুল হোসেনকে উদ্ধার কওে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি সহ তার চালক মিজানুর রহমানকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।