স্টাফ রিপোর্টার:
এবারের ঈদে নাটোর কারাগারে বন্দি নারী কয়েদিরা নতুন শাড়ী পড়ে ঈদ আনন্দ উপভোগ করবে তারা। আর সেই ঈদ আনন্দ উপভোগ করার জন্য নাটোর জেলা কারাগারের নারী কয়েদীদের মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে নাটোর পৌরসভার তহবিল থেকে পৌর মেয়র উমা চৌধুরী কারাগারের ২৭ জন নারী কয়েদীর হাতে একটি করে নতুন শাড়ী তুলে দেন।
এসময় কয়েদিরা আবেগ আপ্লুত হয়ে বলেন, তারা পরিবার পরিজন ছেড়ে কারাগারে বন্দি জীবন যাপন করছেন। তারা মনে করতেন কারাগারের বাহিরে কেউ তাদের কথা মনে করতেন না। আজ পৌর মেয়রের এমন করে শাড়ী দেওয়াকে তাদের মনে নতুন করে ভালবাসার জন্ম দিয়েছে। ঈদ উপলক্ষে তাদের জন্য শাড়ী উপহার দেওয়ায় কয়েদিরা কারা কতৃপক্ষ সহ জেলা প্রশাসক ও পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।
এবিষয়ে পৌর মেয়র বলেন, আজ যেসকল নারী কারাগারে বন্দি রয়েছেন তারা সকলেই আমাদের সমাজের নারী। তারাও মানুষ হয়তো কোন খারাপ কাজ করে তারা বন্দি রয়েছে। তবুও ঈদ আনন্দ তাদের জন্য বন্দি না। তাদেরও ঈদ আনন্দ করার অধিকার রয়েছে। সেই কথা চিন্তা করেই পৌর সভার তহবিল থেকে তাদের শাড়ী উপহার দেওয়া হয়েছে।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু ,কারাগারের সুপার আব্দুল বারেক প্রমুখ।