নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মোহাম্মদ আল আমিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন উপজেলার লাক্ষনহাটী গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন। অন্যদিকে একই দিনে সকালে তাল কুড়াতে গিয়ে সাপের কামড়ে সজল ইসলাম (১৩) নামে অপর এক কিশোর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত মোহাম্মদ আল আমিনের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রী ও দুই মাসের শিশু সন্তান আব্দুল্লাহকে সাথে নিয়ে আল আমিন নিজের ছাপরা ঘরের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের দিকে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ আল আমিনের পায়ে কামড় দেয়। এসময় তার আতœ চিৎকারে স্ত্রী সহ অন্যান্যরা জেগে উঠলে জানতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। এদিকে বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণা নিয়ে ওই রাতেই স্থানীয়দের সহযোগিতায় প্রাথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হলে তাকে নাটোর আধুনিক হাসপাতালে। সেখানেও মোহাম্মদ আল আমিনের অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে আল আমিনের মৃত্যু হয়। অপরদিকে, উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সজল ইসলাম (১৩) নামের কিশোর শনিবার সকাল ৬ টার দিকে বাড়ির পাশের জঙ্গলে তাল কুড়াতে গেলে সাপে কামড় দেয়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন চৌধূরী সাপের কামড়ে আল আমিনের মৃত্যু ও সজল ইসলামের অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেন।