ডেস্ক নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি।
এ উপলক্ষে বুধবার (১৬ মার্চ) সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজডের (সিআরপি) রেডওয়ে মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে আওয়ামী লীগ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, “স্কুলে পড়ুয়া শিশু, ছিন্নমূল পরিবারের শিশুদের নিয়ে বঙ্গবন্ধু কৃত্রিমতা বিবর্জিত সত্যিকারের ভালোবাসায় মগ্ন ছিলেন। বঙ্গবন্ধু সারাটা জীবন বাংলার কৃষক শ্রমিক, গরীব-দুঃখী মানুষকে ভালোবেসে গেছেন।
তিনি বলেন, একদিন বঙ্গবন্ধুর জন্মদিন পালনের জন্য কয়েকজন তার অনুমতির জন্য গিয়েছিল। তখন বঙ্গবন্ধু হেসে বলেছিলেন, ‘আমার জন্মদিন কি আর মৃত্যু দিনইবা কি। যতদিন এই দেশের সকল শিশুদের বাসযোগ্য করতে না পারব ততদিন জন্মদিন পালন করে কী হবে। আমি বাংলার সকল শিশুদের শিক্ষা, বস্ত্র, বাসস্থানসহ বাসযোগ্য করে গড়ে তোলার চেষ্টা করছি’।
অনুষ্ঠানে সাধারণ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।
আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, কবি আসলাম সানী, বন ও পরিবেশ উপ কমিটির সদস্য বিমান রায়, মিজানুর রহমান লিটন, সৈয়দ হেমায়েত হোসেন, আতিকুর রহমান শাজাহান, হাবিবুর রহমান হাবিব, জ্যোতিকা জ্যোতি, মিজানুর রহমান রুবেল, আনোয়ার হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফরিদা পারভীন, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।