ডেস্ক নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে তার জীবনীর ওপর নির্মিত বায়োপিকের পোস্টার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানা গেল, এই বায়োপিকের আসল নাম। নির্মাণের শুরু থেকেই সবাই প্রায় ধরেই নিয়েছিলেন এই বায়োপিকের নাম ‘বঙ্গবন্ধু’। কিন্তু জাতির জনকের জন্মদিনে উন্মোচিত পোস্টারের মাধ্যমে জানা গেল, এই বায়োপিকের নাম রাখা হয়েছে ?’মুজিব : একটি জাতির রূপকার’। বৃহস্পতিবার এফডিসিতে বায়োপিকের পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানান সংশ্লিষ্টরা। এতে উপস্থিত ছিলেন ছবিটির নামভূমিকায় অভিনয় করা অভিনেতা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ ছবির কলাকুশলীরা।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন এই বায়োপিকটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। তারকাবহুল এই বায়োপিকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, জায়েদ খান, নুসরাত ফারিয়া, দীঘি, এলিনা শাম্মীসহ বেশকিছু জনপ্রিয় তারকা। ছবিতে ভারতের শিল্পীরাও কাজ করেছেন।