ডেস্ক নিউজ:
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩১ আগস্ট) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সালেহ ইমু (২২) ও শিক্ষক সহিফুল ইসলাম সাইফ (৩১)। তারা জঙ্গি সংগঠনটির প্রচার শাখার সদস্য।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, আনসার আল ইসলামের দুই জঙ্গি বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল অভিযান চালায়। পরে লঞ্চ টার্মিনাল থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, বই ও ভিডিও নির্মাণ/ডাবিং ও অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয়।