ডেস্ক নিউজ
নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রাপ্ত বয়সের এক মেয়ের সাথে শাকিল আহমেদ(১৯) নামের এক অপ্রাপ্ত ছেলের বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় বাল্য বিয়ের আয়োজন করায় ছেলের চাচা মুজিবর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার বাহিমালী এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন।
জানা যায়, বাহিমালী গ্রামে কুদ্দুসের মেয়ে সুমি খাতুন(২৫) এর সাথে ধলা মানিকপুর গ্রামের শামসুল হকের ছেলে শাকিল (১৯) বিয়ের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন ইউএনও মারিয়াম খাতুন ও মহিলা বিষয়ক কর্মকর্তা। পরে ছেলের প্রাপ্ত বয়স না হওয়ায় এবং বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বরের চাচা মুজিবর রহমানকে ৩০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন।