ডেস্ক নিউজ
জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ ভোট দেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে সবার ডাকে মানবতার খাতিরে সাড়া দিয়েছে, যা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত।
জানা যায়, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই নিজ দেশের অবস্থানের পক্ষে ঢাকায় সোচ্চার রয়েছেন ব্রিটিশ হাইকমিশনার ডিকসন। ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘অবৈধ’ উল্লেখ করে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি হাইকমিশন প্রাঙ্গণে উড়িয়েছেন ইউক্রেনের পতাকা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার। টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে ইউক্রেনের পতাকার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিনা উসকানিতে, অবৈধ রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে যুক্তরাজ্য বাংলাদেশে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।’ এর আগে দুই দেশের (ইউক্রেন ও যুক্তরাজ্য) দুটি পতাকার মাঝখানে দাঁড়ানো অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে রবার্ট চ্যাটার্টন ডিকসন লিখেছিলেন, বিনা উসকানিতে রাশিয়ার আগ্রাসনের মুখে আমাদের ইউক্রেনিয়ান বন্ধুদের প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাজ্য। ইউএন নিউজ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে দেশটিতে মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়। এতে ইউক্রেনের পক্ষে ভোট দেয় বাংলাদেশ। এ দিনও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ভোটদানে বিরত ছিল।