নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে আত্রাই, নন্দকুজা,গুমানী নদীসহ চলনবিল এর বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক আলোচনা সভা করেছে চলনবিল রক্ষা আন্দোলন কমিটি।
বৃহম্পতিবার দুপুরে উপজেলার চাঁচকৈড় রসুনহাটা নন্দকুজা নদীর পাড়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চলনবিল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি পৌর মেয়র মো.শাহনেওয়া আলী মোল্লা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ও অনুষ্ঠানের প্রধান আলোচক চলনবিল রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান।
প্রধান আলোচক এসএম মিজানুর রহমান বলেন,চলনবিল ও উপজেলার চলনমান নদীগুলোর বর্তমান অবস্থা খুবই করুন। প্রায় ধ্বংসপথে বর্তমানে এই নদী ও চলনবিল। তাই নদী ও চলনবিল রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবিষয়ে অবহিত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি।
প্রধান অতিথি পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা বলেন,পৌরসভার একপাশ দিয়ে বয়ে চলা নন্দকুজাঁ নদীর পাড়ে যেন পৌরসভার ময়লা আবর্জনা ফেলা না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নদীতে ময়লা আবর্জনা ফেলাতে সবাইকে ইতিমধ্যে নিষেধ করা হয়েছে। পৌর সীমানা অবধি পযর্ন্ত নদীর পাড় দখল করে যেন কেউ অবকাঠামো নিমার্ণ করতে না পারে সেক্ষেত্রে পৌরসভা সজাগ রয়েছে।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার বলেন,চলনবিল ও নদীগুলোর রক্ষায় উপজেলা পরিষদ সজাগ রয়েছে। ইতিমধ্যে আমার ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার পাশ দিয়ে বয়ে চলা নন্দকুজাঁ নদীর পাড় সৌন্দর্য্য বর্ধনে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়েছে। নদীগুলোর সংস্কার বিষয়টা সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে। আশা করছি অচিরেই আশারুপ ফল পাওয়া যাবে।
এসময় সাংবাদিক,জনপ্রতিনিধি, শিক্ষক,সুশীল সমাজের লোকজন ও নানা শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।