নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে খরের পালার আগুন থেকে বাড়ীতে আগ্নিকান্ডে গুলজান বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত গুলজান বেওয়া একই এলাকার মৃত আব্দুল সরদারের স্ত্রী ছিলেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে ১০ ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। তবে ক্ষতির পরিমান এখনো জানানো সম্ভব হয়নি।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন খান বলেন, শুক্রবার বিকেলে নাজিরপুর ইউনিয়নের আগপুরুলিয়া গ্রামের একটি খরের পালাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে খবর পায় তারা। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুনের তীব্রতা দেখে নাটোর সদর ও বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দিয়ে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। মুহুত্বেই আগুন হাকিম আলী, কলিমদ্দিন, ছবের উদ্দিন, সবুজ আলী, জরিপ আলী, আবু বক্কার, জব্বার আলী, মোহাম্মদ আলী, ছলিম আলীর ১০ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে ভস্মিভুত হয়। পরে নাটোর বনপাড়া ফায়ার সার্ভিস থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে অগ্নিকান্ডের সময় ঘর থেকে বের হতে না পেরে প্রায় শতবর্ষি গুলজান বেওয়া আগুনে পুড়ে মারা যায়। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়। খরের পালাতে কিভাবে আগুন ধরেছে তা তদন্ত করে পরে প্রতিবেদন দেওয়া হবে। ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা করছে ফায়ার সার্ভিস সদস্যরা।