নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় মাটি চাপা পড়ে শিশির (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে সিংড়া পৌরসভার মহেশচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশির শেরকোল ইউনিয়নের রানীনগর উজানপাড়া গ্রামের ফয়েজ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, রবিবার বেলা ১১ টার দিকে সিংড়া পৌরসভার মহেশচন্দ্রপুরে কোদাল দিয়ে মাটি কাটার সময় মাটির চাপের নিচে পড়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।