নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ঈদের পর বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে শরিক হয়ে অবৈধ, স্বৈরশাসক ও জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। যারা দেশের সম্পদ ধ্বংস করছে, যারা দেশের টাকা শোষণ করছে। জনগণের ভোট যারা চুরি করেছে তাদের রুখে দিতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরত আনতে হবে। আগামীতে আমাদের নেতৃত্বে সরকার উৎখাতের আন্দোলন হবে।
রবিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল আয়োজিত ইফতার মাহফিলে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
দুলু আরও বলেন, সিংড়ার মাটি বিএনপির ঘাঁটি, সিংড়ার মাটি খালেদা জিয়ার ঘাঁটি, শহীদ জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। আগামী দিনে বিএনপি দেশ ও দলের ঐক্য ধরে রাখবে। সংযমের মাসে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
পৌর বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-কাফি।
সদস্য সচিব আবুল হাসান ডাবলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ।
এছাড়াও বক্তব্য দেন, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, শাহাদত হোসেন, আফছার-উজ-জামান, বুলবুল আহমেদ, এড. শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, মহিদুল ইসলাম, বোরহান উদ্দিন বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য হিরাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সদস্য সচিব আমিরুল ইসলাম প্রমুখ।