নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত বছরের মত এবারও তিন শতাধিক পথশিশু ও প্রতিবন্ধীকে ঈদ সামগ্রী উপহার দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও নাটোর জেলা পুলিশ। নাটোরের বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই উপহারগুলো তুলে দেওয়া হয়। আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উপহারগুলো তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও তার সহধর্মিনী পুনাক নাটোর জেলার সভানেত্রী সুমনা সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মোহসীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ, টিআই বিকর্ণ কুমার চৌধুরী সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ সহ পুনাক জেলা শাখার কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধি। পুলিশ সুপারের হাত থেকে এমন উপহার পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা বলেন, আমাদের কথা কেউ বলেনা। ঈদের দিন আমাদের ভাল খাবার জুটতো না। গত দুই বছর হল এই স্যার ঈদের আগে আমাদের খুজে নিয়ে এসে খাবার তুলে দিচ্ছে। তারা এসব পেয়ে খুব খুশি। অনেক শিশু পুলিশ সুপার স্যারের জন্য দোয়াও করেন। তারাও এভাবে ভালোবাসা ও উপহার পাবেন এটা তারা কোন দিন ভাবেই নি।