নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে আত্মীয়ের জানাযা নামাজে যাওয়ার পথে ধান বোঝাই ট্রলির চাপায় হাছেন শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হাছেন শেখ উপজেলার খুবজীপুর চরপাড়া মহল্লার মৃত জরান শেখের ছেলে। আজ সোমবার বেলা ১১টার দিকে খুবজীপুরের বিলশা গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, অটোভ্যান যোগে বিলশা গ্রামের এক আত্মীয়ের জানাযা নামাজে যাচ্ছিলেন হাছেন শেখ। পথে বিলশা মা জননী সেতুর কাছের মোড়ে অটোভ্যান থেকে নামলেই পিছন থেকে দ্রুত গতির ধান বোঝাই ট্রলিটি হাছেন শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাছেন শেখ মারা যায়। এসময় স্থানীয় ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে গেলে ট্রলির চালক ট্রলি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করেন এবং মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।