নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার শহীদ সাগর চত্বরে মিল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম,শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম,সাধারণ স¤পাদক আব্দুল মমিন,শহীদ পরিবার ফোরাম ৭১’ এর উপদেষ্টা সাহীন হাসান তালুকদার ও সভাপতি ফরাদুজ্জামান রুবেল সহ অন্যান্যরা।
উল্লেখ্য ১৯৭১ এর ৫ মে পাকসেনারা লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের তৎকালীন জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিমসহ মিলের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে মিলের পুকুর পাড়ে এনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে এবং পুকুরের জলে ফেলে দেয়। শহীদদের রক্তে লাল হয়ে যায় ওই পুকুরের জল। এর পর থেকে ওই পুকুরের নাম হয় শহীদ সাগর।