নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লক্ষণ কুমার পোদ্দার এবং সাধারণ সম্পাদক পদে মজিবর রহমান নির্বাচিত হয়েছেন। ত্রিবার্ষিক নির্বাচনে বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৩ টা পর্যন্ত। বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির ৪৬ জন সদস্য এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে লক্ষণ কুমার পোদ্দার ৩৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাজেদুল ইসলাম সাগর পেয়েছেন ৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া ভোট বর্জন করায় অপর প্রার্থী মজিবর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যান্য ৮টি পদে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় শুধুমাত্র সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন সহ-সভাপতি পদে যথাক্রমে বাবুল আক্তার, আব্দুর রশিদ, আব্দুর রশিদ প্রাং ও মোজাম্মেল আলী ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিউল আযম স্বপন, সহ-সম্পাদক আব্দুর রহমান কাজল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ হানিফ আলী। সুষ্ঠু অবাধ এবং সুশৃংখল নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিপুল সংখ্যক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, কোন প্রকার বিশৃংখলা ছাড়াই বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য সর্বশেষ গত ১৯৯৫ সালে মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকেই বিভিন্ন সময় সিলেক্টেড কমিটি দায়িত্ব পালন করে আসছিল।