নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে এক ওষুধ ব্যবসায়ীর ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজারে এ অভিযান হয়।অভিযানটি পরিচালনা করেন,নাটোর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন,উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে ভোজ্য তেল মজুদ করা আছে কিনা তা দেখতে বিভিন্ন মুদিখানা দোকানে তল্লাসি করা হয়।
এসময় মেসার্স ভাই ভাই স্টোরের মুদি দোকানে সয়াবিন তেল কেনার রশিদ দেখা হয়,এবং অতিরিক্ত ভোজ্য তেল মজুদ আছে কিনা সেটাও তল্লাসি করা হয়। সেখানে মজুদ তেল না পাওয়া যাওয়ায় জরিমানা করা হয়নি।তবে নলডাঙ্গা বাজারে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও বোতলজাত সয়াবিন তেল সংকট রয়েছে।
এর আগে নলডাঙ্গা বাজারে বিসমিল্লাহ ফার্মেসীতে নমুনা ঔষুধ পাওয়ায় বাজার তদারকি অভিযানে দুই হাজার টাকা জরিমানা করা হয়।এসময় কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ(ক্যাব) এর নলডাঙ্গা শাখার সভাপতি রানা আহম্মেদ ও নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।