নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্থানীয় সাংবাদিকদের সাথে সংসদ সদস্যের পবিত্র ঈদ-উল ফিতর পরবর্তী নাটোরের উন্নয়ন ভিত্তিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে স্থানীয় একটি রেষ্টুরেন্টে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই মত বিনিময় সভার আয়োজন করেন।মত বিনিময় সভায় তিনি বলেন, গত পবিত্র ঈদ-উল ফিতরের সময় তিনি পারিবারিক প্রয়োজনে দেশের বাহিরে থাকায় স্থানীয় সাংবাদিকদের সাথে কোন মত বিনিময় করতে পারেননি। তাই দেশে ফিরেই তিনি এই উন্নয়ন ভিত্তিক মত বিনিময়ং সভার আয়োজন করেছেন। তিনি উন্নয়ন পরিকল্পনা ভিত্তিক সাংবাদিকদের কাছ থেকে নাটোরের উন্নয়নে করণীয় সম্পর্কে জানতে চান। এ সময় নাটোরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নাটোরের বিভিন্ন উন্নয়নে করণীয় সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন। সাংবাদিকরা তার অনুপস্থিতিতে যে সকল বিশৃংখলা ঘটেছে তার সমাধান করে এলাকায় শান্ত পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে মতামত ব্যক্ত করেন। কারণ শান্ত পরিবেশ ছাড়া কোন উন্নয়নই সম্ভব নয়।এ ছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকল বাধা দূর করারও আহবান জানান। পরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার বক্তব্যে বলেন, তিনি তার রাজনৈতিক জীবনে ছাত্রলীগ, যুবলীগ ও পরে আওয়ামী লীগ করেছেন। এর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যোগ্য মনে করেছেন তাই তিনি সংসদ সদস্য হয়েছেন। এ সময়ে তিনি জ্ঞানত কোন সাংবাদিক ভাইদের সাথে অসদাচারণ করেননি। তিনি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক থাকাকালে নাটোরে এমন বির্শংখল অবস্থা হতে দেননি। সে সময় কোন দখলদারিত্ব ছিল না। তিনি কারও বিরুদ্ধে কোন গিবৎ করতে চাননা। গিবৎ কারীদের নামাজ কায়েম হয়না। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বর্তমান সাধারণ সম্পাদক অন্যায়ভাবে এসব দখলদারী কমিটি গঠন করেই বিশৃংখল অবস্থা সৃষ্টি করেছেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের মত অনুযায়ী নাটোরের উন্নয়নে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সারাজিবন আওয়ামী লীগ করবেন। কোন অবস্থাতেই দলের বিরুদ্ধে যাবেন না। প্রধানমন্ত্রী যদি তাকে এমপির পদ ছাড়তেও বলেন তিনি তা হাসি মুখে মেনে নিবেন কারন প্রধান মন্ত্রী তার দলের নীতি নির্ধারক। তিনি দলের কোন নেতার বিরুদ্ধে নন। বর্তমানে অনেক নেতা ব্যানারে বিএনপি জামায়াতের বিরুদ্ধে লিখলেও বক্তব্য দেয় তার বিরুদ্ধে। তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না। তিনি নাটোরকে তথা নাটোরের আপামর জনগনকে ভালো ও শান্তিতে রাখার জন্য সবসময় নিবেদিত থাকবেন।