মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন করা হয়েছে। আগামী মাসের শেষ সপ্তাহের আগে সেতু খুলে দেওয়া হবে। শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষ সেতুর জন্য সবচেয়ে বেশি ত্যাগ ও সহযোগিতা করেছেন।
আজ শনিবার শরীয়তপুর পুলিশ লাইন্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও কঠোর নির্দেশনায় আমরা দ্রুত সেতুর কাজ সমাপ্ত করতে পেরেছি।
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়নের বন্দরে দেশ রকেট গতিতে এগিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে সেই যাত্রায় শরিক হব।’
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।