ডেস্ক নিউজ
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বারিক সরদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আরো অন্তত ১০ জন আহত হয়েছে। নিহত বারিক সরদার পাবনার বাহিরচর গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। আহতদের মধ্যে ৪ জনকে বড়াইগ্রাম ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের কাছে এই র্দর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কের দুই ধারে যানজটের সৃষ্টি হয়। পরে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের কাছে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের অন্তত ১১ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে বারিক সরদার নামে এক বৃদ্ধ নাটোর সদর হাসপাতালে মারা যায়। এ সময় মহাসড়কের দুই ধারে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ী দুইটি সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।