নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বাগানে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার জিগরী বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। মাজেদ হোসেন উপজেলার পাঁকা ইউনিয়নের আস্তিক পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, জিগরী বাজারের দক্ষিণ পাশে ঘরের টিনের চালার উপর দাঁড়িয়ে আম বাগানের গাছ থেকে আম পাড়ছিলেন মাজেদ হোসেন। একপর্যায়ে গাছের পাশ দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুতের মেন লাইনের তারে আম পাড়া কাঁচা বাঁশটি স্পর্শ করে সে বিদ্যুতায়িত হয়। পরে বৈদ্যুতিক শকে ঘরের চালার উপর থেকে নিচে পড়ে যায় সে। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মাজেদ হোসেন মারা যায়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম মাজেদ হোসেনের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত এ ব্যপারে কেউ কোন অভিযোগ করেননি থানায়।