নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ,আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে নাটোরে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মিরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক , সদস্য সচিব রহিম নেওয়াজ,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , এই হাই তালুকদার ডালিম, কামরুল ইসলাম। আলোচনা সভায় দুলু বলেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ছাত্রলীগ, যুবলীগ ও অছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়েছে। ছাত্র দল সামনে এলে ছাত্রলীগের অস্বিত্ব থাকবেনা। শ্রীলংকায় এমপি মন্ত্রীদের কাপড় খুলে নিচ্ছে সে দেশের জনগণ। আপনাদের সময় এগিয়ে এসেছে আপনাদেরও কাপড় খুলে নিবে দেশের অভুক্ত জনগণ। যে সরকার দেশের বাজার নিয়ন্ত্রন করতে পারেনা তারা দেশ নিয়ন্ত্রন করবে কি করে। এছাড়াও বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসুচি পালনের সময় কার্যালয়ের সামনের সড়ক দিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী নিয়ে মহড়া দিয়ে দলীয় নেতা-কর্মিদের ওপার হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবী করেন।