নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এতে রাজস্থ আয় ধরা হয়েছে ২২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা ও উন্নয়ন আয় ৪৫ লাখ ৬৬ লাখ ৬৬ হাজার ৮৭২ টাকাসহ মোট ৬৮ লাখ ৬২ হাজার টাকা। আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ২ নং-মাধনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব চেয়ারম্যান সাইফুল ইসলাম। বাজেটে মোট ব্যায় দেখানো হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৪৭২ টাকা এবং উদ্বৃত্ত ১০ লাখ ৩ হাজার ৬০০ টাকা। মাধনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান জব্বার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার।এ সময় অন্যান্যের মধ্য আরোও উপস্থিত ছিলেন,পরিষদের প্যানেল চেয়ারম্যান হান্নান আলী,ইউপি সদস্য ফরিদ আলী,মালেক ব্যাপারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।