নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সন্ত্রাসীদের ছুড়িকাঘাতে রাকিব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রাকিব হোসেন একই এলাকার মৃত জালাল হোসেনের ছেলে।.
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী এক যুবক রাকিব হোসেনকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে চকবৈদ্যনাথ এলাকায় নিয়ে গিয়ে স্থানীয় সন্ত্রাসী রাসেল হোসেন ওরফে কাটা রাসেল রাকিবকে তার বুকের ডান ও বাম পাশে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে। এ সময় রাকিবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হত্যার কোন কারণ জানাতে পারেনি পুলিশ। তবে ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।