নিজস্ব প্রতিবেদক
নাটোরে বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের নামে এক অটো রিক্সা ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সিংগারদহ গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের একই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক প্রধান জানায়, সোমবার রাতে আব্দুল কাদের নিজ বাড়িতে তার ব্যাটারী চালিত অটো রিক্সা ভ্যানে বৈদ্যুতিক সুইচের মাধ্যম ব্যাটারিতে চার্জ হতে দেয়। সকালে চার্জে থাকা রিক্সা ভ্যানটির সংযোগ খুলতে যায়। এ সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।