নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গ্রামবাসীর গনপিটুনীতে আহত এক ডাকাত সদস্য হাসেম আলী চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে মারা গেছে। ভোর ৫টার দিকে সদর উপজেলার করোটা গ্রামের আবু হানিফের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসেম আলী মারা যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও স্থানীয়রা জানান, গত ভোর ৫টার দিকে সদর উপজেলার করোটা গ্রামের আবু হানিফের বাড়ীতে হানা দেয় একদল ডাকাত।
এ সময় বাড়ীর সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাত সদস্যরা পালিয়ে যেতে শুরু করে। পরে গ্রামবাসী তাদর পিছু নিয়ে সদর উপজেলার গুনারীগ্রামের রইচ মিয়ার ছেলে ডাকাত সদস্য হাসেম আলী ও একই এলাকার আবুল হোসেনের ছেলে ডাকাত সদস্য আব্দুল হান্নানকে ধরে গনপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাত সদস্য হাসেম আলী ও আব্দুল হান্নানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাসেম আলী মারা যায়। আহত আব্দুল হান্নানের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত হাসেমের মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।