নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোর জেলার ৯১ হাজার ২শ নিন্ম আয়ের পরিবারের কাছে টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। বুধবার নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নে এই পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। নিন্ম আয়ের প্রত্যেক পরিবারের মাঝে দুই কেজি মসুরের ডাউল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি সরবরাহ করা হবে। বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।
উদ্বোধনী দিনে কম দামে এই সকল পণ্য পেয়ে অনেক খুশি দরিদ্র মানুষজন। তারা সরকারকে ধন্যবাদ জানান। ক্রেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির বিষয় চিন্তা করে প্রধান মন্ত্রী আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের জন্য এই কার্যক্রম শুরু করেছেন এজন্য তারা খুব উপকৃত হবেন।
টিসিবি ডিলার মাসুদ রানা জানান, তিনি ১৬৯৯টি কার্ড পেয়েছেন। ক্রেতারা প্রতিটি কার্ডে দুই কেজি মসুরের ডাউল, ২ লিটার সয়াবিন তেল ও ১ কেজি চিনি মাত্র ৪০৫ টাকায় কিনতে পারবেন। আগামী ৪/৫ দিনের মধ্যে তিনি পণ্যগুলো নির্ধারিত গ্রাহকদের কাছে বিক্রি করে দিতে পারবেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাটোর জেলায় ৯১ হাজার ২০০ পরিবার এই পণ্য ক্রয় করতে পারবেন। এই পণ্য পেয়ে দরিদ্র মানুষ উপকৃত হবেন। প্রশাসন ও জনপ্রতিনিধিরা এগুলো তদারকি করবেন।