নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে নাটোরের সিংড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মো. জামিল আকতার, সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান, সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম ইখতেখারুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি সিংড়া জোনাল অফিসের এজিএম মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সহকারি শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
পরে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।