নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলা মিত্র অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিহারকোল বাজারে বকুল স্মৃতি থিয়েটারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৪ অক্টোবর বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী ইলা মিত্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মসগুল হোসেন ইতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামার উল্লাহ সরকার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঙ্গিত থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট সুখময় বিপ্লু ,বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মুহাম্মদ মাহবুব হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী থিয়েটার, পদ্মা বড়াল থিয়েটার চারঘাট,পুঁঠিয়া থিয়েটার, ইঙ্গিত থিয়েটার নাটোর, চন্দ্রাবতি থিয়েটার সাতবাড়িয়া পুঁঠিয়া এবং চলন নাটুয়া নাট্য সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নাট্য কর্মি বৃন্দ। আলোচনা সভায়, আগামী ৪ অক্টোবর বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে ইলা মিত্র অঞ্চলের আঞ্চলিক সম্মেলন জাকজমকপূর্ণ ভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।