নিজস্ব প্রতিবেদক:
দেশের ২য় বৃহত্তম নাটোরের চামড়া আড়তে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে কোরবানীর পশুর চামড়া কেনা বেচা। ঈদের দিন দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মৌওসুমি ব্যাবসায়ীরা চামড়া নিয়ে আসতে শুরু করেছে।
চামড়া ব্যাবসায়ীরা জানান, দেশের প্রায় ৪০ টি জেলার কাঁচা চামড়া নাটোরের আড়তে বিক্রির জন্য ব্যাবসায়ীরা নিয়ে আসবেন। এখন শুধুমাত্র শহরের কোরবানীর পশুর চামড়াগুলো ব্যাবসায়ীরা এই আড়তে নিয়ে আসছে। সেই চামড়াগুলো এখনে পরিস্কার করে লবনজাতের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হচ্ছে। রাতের মধ্যে জেলার বিভিন্ন উপজেলার চামড়াগুলো বিক্রেতারা আড়তে নিয়ে আসবেন। গত দুইবছরের চামড়ার ঘাটতি এবার পুরণ হবে বলে মনে করেন তারা। আগামিকালও কিছু চামড়া এই আড়তে আসবে আর বাঁকী চামড়াগুলো আগামি এক সপ্তাহের মধ্যে ব্যাবসায়ীরা বিক্রি করতে নিয়ে আসবেন বলে তাদের ধারনা। চামড়া সরকার নির্ধারিত দামেই ক্রয় বিক্রয় হবে। তবে কিছু কিছু প্রথম শ্রেনীর চামড়া বেশীও ক্রয় করা হচ্ছে।