নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে রাশেদা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মধ্যেপাড়া এলাকায় নিজ বাড়ির টিউবওয়েলের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রাশেদা বেগম ওই মহল্লার মৃত আবু তাহের স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান ও নিহতের পরিবারের সদস্যরা জানান , রাশিদা বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি তার বৃদ্ধা মায়ের সাথে বসবাস করতেন। তার দুই ছেলে দীর্ঘ দিন ধরেই বিদেশে বাস করেন। প্রতিদিনের মত রাতের খাওয়া শেষ করে রাশিদা তার ঘরে ঘুমানোর জন্য চলে যায়। সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়রা ওই বাড়ির টিউবওয়েলের পাশে রাশিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে এবং পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে সিআইডি পুলিশ সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছে।