নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা র্যালী ও দোয়া এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে কেক কাটা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ।