নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের ঋনের টাকা পরিশোধ করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে সোহেল আহমেদ নামে এক ব্যাবসায়ী নিজের গলা বটি দিয়ে কেটে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বনপাড়ার পৌর এলাকার কালিকাপুর মহল্লায় তাঁর নিজ বাড়ীতে এই ঘটনাটি ঘটে। নিহত সোহেল আহমেদ ওই এলাকার মোহম্মদ উল্লাহর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও নিহতের পরিবারের সদস্যরা জানান, মোবাইল ব্যাবসায়ী সোহেল আহমেদ ব্যাবসায়ীক কারনে বেশ কিছু টাকা লোকসানে পড়ে। এরপর বিভিন্ন এনজিও সহ স্বজনদের কাছ টাকা ঋন নেয় সোহেল। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ করতে না পারায় পরিবারে বিরোধ তৈরী হয়। এই বিরোধের জের ধরেই সকালে সোহেল তার নিজ ঘরে গিয়ে তরকারী কাটা ধারালো বটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিআইডি সদস্যরা তদন্ত শুরু করেছে এবং ধারালো বটি উদ্ধার করেছে।