নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আদিল হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার যোগিপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত আদিল হোসেন একই গ্রামের আলেপ হোসেনের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে জেগে শিশু আদিল বাড়ীর মধ্যে খেলা করছিল। এদিকে তাঁর বড় চাচা আতাউর রহমানের ঘরের বারান্দায় বৈদ্যুতিক লাইনে ভ্যান গাড়ীটা চার্জে দেওয়া ছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশু আদিল সেই বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে শিশু আদিলকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিলকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে শিশু আদিলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।