নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তৈলের দামবৃদ্ধি ও ভয়াবহ লোডসেডিং এর প্রতিবাদে নাটোরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের হাফরাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা কর্মিরা। মিছিলটি আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে তারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ হাই তালুকদার ডালিম সহ নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের তেল, ডাল ও জ্বালানি তৈলসহ সকল নিত্যপণ্যের মুল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডসেডিং করে দেশের মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকার পতনের আন্দোলন ছাড়া আর কোন উপায় নেই। এই সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠন করে জনগণকে মুক্ত করা হবে।