নিজস্ব প্রতিবেদক:
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপি সিরিজ বোমা হামলা ও জঙ্গীবাদের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কান্দিভিটাস্থ দলের অস্থায়ী কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র নেতৃত্বে দলের নেতা-কর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে নাটোর প্রেসক্লাব এলাকায় এসে এক সমাবেশ করে। সমাবেশে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদে, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ নেতৃবৃন্দ।