নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, খালেদা জিয়ার সম্মতিতে এবং তার নির্দেশে তার সন্তান তারেক রহমানের হুকুমে পাকিস্তান থেকে জঙ্গী, মৌলবাদী, ভারাটে সন্ত্রাসী এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষক ও মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, বঙ্গবন্ধুর খনি নূর, একাত্তরের চিহ্নিত রাজাকার জামায়াতের মন্ত্রী মুজাহিদ বৈঠক করে ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। কুচক্রী মহল বঙ্গবন্ধুর এই উত্থানকে মেনে নিতে পারেনি, তাকে নির্মমভাবে হত্যা করেছে। ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ তথা দেশকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। সারাদেশে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আজ জেগে আছে। প্রতিমন্ত্রী আজ সোমবার বিকালে সিংড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সিংড়া বাসষ্ট্যান্ডে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ দলীয় নেতা-কর্মিরা।