নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী মাজেদা বেগম নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার শাখাঁড়ীপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা মাজেদা বেগম উপজেলার শাঁখাড়ীপাড়ার গ্রামের আবু তাহেরের স্ত্রী।
নলডাঙ্গা থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান ,সোমবার সন্ধ্যায় উপজেলার শাঁখাড়ীপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে বৃদ্ধা নারী মাজেদা বেগমের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ভাসমান মরদেহটি উদ্ধার করে।স্থানীয়দের ধারনা নিহত বৃদ্ধা নারী মানসিক প্রতিবন্ধী হওয়ায় সকলের অগচরে পানিতে ডুবে মারা যায়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ওই বৃদ্ধা নারীর মরদেহ পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে পানিতে ডুবে মারা যেতে পারে।