নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আদালতে বড় ভাই সুজন আহমেদের পক্সি জামিন নিতে গিয়ে ছোট ভাই রাব্বি আহমেদকে কারাগারে প্রেরণ করেছে আদালতের বিচারক। আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নলডাঙ্গা আমলী আদালতের বিচারক আশরাফুন নাহার রিটা এই আদেশ দেন। রাব্বি আহমেদ নলডাঙ্গা উপজেলার বাশিলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও একটি মারামরির মামলার আসামি সুজন আহমেদের ছোট ভাই।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ভাস্কর বাগচি জানান, গত ২২ আগষ্ট উপজেলার বাঁশিলা গ্রামে শ্যালিসি বৈঠকে চলাকালীন সময়ে যুবলীগের ওর্যাড যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে যুবলীগের কর্মীরা ইউপি সদস্য মালেক ব্যাপারির ওপর হামলা করে। এ ঘটনায় ইউপি সদস্য আব্দুল মালেক ব্যাপারির ভাই আব্দুল খালেক ব্যাপারী বাদী হয়ে ৯ জনের নামে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় মামলার বাদী অভিযুক্তদের মধ্যে সুজন নামে একজনের বদলে তার ছোট ভাই রাব্বী জামিন নিতে স্বশরীরে কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে বলে আদালতের বিচারককে জানান। এ সময় বিচারক সকলের নাম পরিচয় জানতে চাইলে রাব্বী তার নাম সুজন বলে আদালতকে জানান। এতে বাদী চ্যালেঞ্জ করলে পরে রাব্বী তার ভাইয়ের অনুপস্তিতিতে জামিন নিতে এসেছে বলে স্বীকার করে। পরে আদালতের বিচার মামলার অন্য আভিযুক্তদের জামিন আবেদন মঞ্জুর করে এবং রাব্বীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।