নিজস্ব প্রতিবেদক:
গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জল হোসেন নামে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জল হোসেন বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার সকালে উজ্জল তার মামার বাড়ী তালবাড়িয়া গ্রামে বেড়াতে যায়। এরপর বিকেলে কাউকে কিছু না জানিয়ে সে গ্রামের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। সন্ধ্যার পর বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তারা গিয়ে মরদেহটি উজ্জলের শনাক্ত করে।
গুরুদাসপুর ও সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে।