নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা আবু তালেব ও আবু বক্কার সিদ্দিক।
লালপুর থানা পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লালপুর উপজেলার পালিদেহা গ্রামের জনৈক ইদ্রিস আলীর পুকুর পাহারা দেয় পালিদেহা গ্রামের আতাবরের ছেলে আবু তালেব (২৭)। তালেব পুকুর পাশ্ববর্তী বাড়ির এক কিশোরীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এরই জের ধরে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যার পরে পালিদেহা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আবু বক্কর সিদ্দিক (তালেবের সহযোগী) কিশোরীকে কথা আছে বলে পুকুর পাড়ে ডেকে নিয়ে গিয়ে তালেবের নিকট দেয়। এ সময় তালেব ওই কিশোরীকে ধর্ষন করে। পরে আবু বক্কর তার অপরাধ এড়াতে কিশোরীর বাড়িতে গিয়ে কিশোরীর বাবা-মায়ের সাথে গল্প করতে থাকে। এদিকে ধর্ষনের শিকার হয়ে কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে ঘটনাটি তার বাবা-মাকে জানায়। বিস্তারিত জানার পর কিশোরীর মা নিজে বাদী হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং আদালতের মাধ্যেমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।