নিজস্ব প্রতিবেদক
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষকবৃন্দ।
আজ বিকাল ৪টায় উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার দড়িহাঁসমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদুর রহমান মাসুদ,চাঁচকৈড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আন্না রানী, বিলবিয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনতাজুল ইসলামসহ প্রমুখ। বক্তরা বলেন,অবিলম্বে সকল সহকারি শিক্ষকদের বেতন, প্রধান শিক্ষকের পরের গ্রেডে (১১তম গ্রেড) বেতন নির্ধারন করতে হবে। আমাদের এই দাবি না মানলে পরবর্তীতে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।