নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুর্বার পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও সাহিত্য পত্রিকা দুর্বার এর শোক দিবস সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। হাতিয়ান্দহ ইউনিয়ন গণ গ্রন্থাগারের সভাপতি ও দুর্বার এর সম্পাদক আব্দুল মতিন এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল, নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নাটোর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শহিদুল হক সরকার, জেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন মোল্লা, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।