নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় শোকের মাস জুড়ে ৩ শ অসহায় ব্যক্তিদের পেটপুরে ইচ্ছেমত খাবার খাওয়ালেন সাবেক ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব। সজিব সিংড়া পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌর শহরের নিংগইন এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পেশায় একজন মৎস্য খামারী।গত বছর আগস্ট মাসেও ৯০ জনকে খাবার খাইয়েছিলেন সজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩শ ব্যক্তিকে একবেলা পেটপুরে খাবার খাইয়েছেন সজিব। অসহায় ব্যক্তিদের খুঁজেখুঁজে রেস্টুরেন্টে এনে মাসব্যাপী খাবার খাওয়ান তিনি।প্রত্যেকের পছন্দ অনুযায়ী গরুর মাংস, খাঁসির মাংস, মুরগির মাংস, বড় মাছ, দই ও মিষ্টি খাওয়ান সজিব। রেস্টুরেন্ট ছাড়াও আগস্ট মাসের প্রতি শুক্রবারে নিজে রান্না করা খাবার খাইয়েছেন নাসিমুজ্জামান সজিব। সাবেক ছাত্রলীগ নেতা নাসিমুজ্জামান সজিব বলেন, আইসিটি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস মহোদয়ের অনুপ্রেরণায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় আমার এ উদ্যোগ। শুধু শোকের মাস নয় সারা বছর অসহায়দের খাবার খাওয়ানোর ইচ্ছে আছে। এছাড়া মানবিক ও মাদক বিরোধী কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই