নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় খাদ্যে ভেজাল, মূল্য তালিকা না থাকা ও বাসি-পঁচা খাবার ফ্রিজে রেখে বিক্রি করার অপরাধে হোটেল মালিক ও মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার বিলদহর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বিলদহর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও বাসি-পঁচা খাবার ফ্রিজে রেখে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী শাফি হোটেলকে ৫ হাজার টাকা ও দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না থাকায় শামসুল আলম নামে এক মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, সিংড়া থানার এএসআই সাদেক আলী ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।