নিজস্ব প্রতিবেদক:
খাদ্যবান্ধব কর্মসূচির আওয়াতায় ডিজিটাল ডাটাবেজ তালিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়নে ৬ হাজার ৮৫০ জন উপকারভোগিদের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পাটুল বাজারে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিপরুল ইউনিয়ন চেয়ারম্যান কলিম উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,ডিলার শাহজালাল, ইউপি নারী সদস্য পপি খাতুন, সাকেবুল ইসলাম।
উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) উম্মে কুলসুম বলেন, উপজেলার ব্রহ্মপুর,মাধনগর, খাজুরা,পিপরুল ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে মোট ১২ জন ডিলারের মাধ্যমে ৬ হাজার ৮৫০ জন উপকারভোগি হতদরিদ্রদের মাঝে আগামী তিন মাস ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল বিতরণ কার্যক্রম চলবে। এবার প্রথম ডিজিটাল ডাটাবেজ তালিকা অনুযায়ী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।তিনি আরোও বলেন,সেপ্টম্বর,আক্টোবর ও নভেম্বর মাস পযন্ত একজন উপকারভোগি এ তিন মাস ৩০ কেজি চাল ১৫ টাকা দরে কিনতে পারবে।