নিজস্ব প্রতিবেদক
নাটোরে বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক মেহেদি হাসান বাবুর সাথে অনৈতিক সম্পর্ক ,চাঁদাবাজী, অর্থ আত্নসাৎও প্রতারণার অভিযোগে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আরা শিল্পিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রবিবার জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির এক জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে এ ঘোষনা দেয়া হয়। এছাড়া অভিযুক্ত শামীম আরা শিল্পিকে সংগঠনটির সাধারণ সদস্যপদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর থেকে শহরের সকলের মুখে মুখে শোনা যায় নাটোরের বাংলা টিভির সাংবাদিক মেহেদী হাসান বাবুর সাথে অবৈধ সম্পর্কের কথা। পরে ঘটনাটি তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়। এরপর আরো জানা যায় অভিযুক্ত শামীম আরা শিল্পি তার ক্ষমতার দাপটে শহরের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে চাঁদাবাজী, অর্থ ধার নিয়ে ফেরত না দেয়া, চাকুরী দেয়ার নামে অর্থ আতœসাৎ, নিকট আতœীয়দের থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়, দলীয় কর্মীদের সাথে দুর্ব্যাবহার, আপত্তিকর কথাবার্তাসহ নানা প্রকার মানহানিকর কাজে লিপ্ত ছিল। এ নিয়ে সংগঠন ও দলের পক্ষ থেকে তাকে সতর্ক করার পরও সে আরও বেপরোয়া হয়ে উঠে।
সম্প্রতি বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক মেহেদি হাসান বাবুর সাথে অনৈতিক কাজে জড়িত হবার ঘটনায় সুনির্দষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে স্থায়ীভাবে দল বহিস্কার করা হয়েছে। ভবিষ্যতে তার সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখতেও মহিলা আওয়ামী লীগের কর্মীবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।