নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী, গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন,মেবাধী শিক্ষার্থীদের ল্যাপটপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,উপজেলা এলজিইডি প্রকৌশলী দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,পিপরুল ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন,মাধনগর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার.খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।
প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ বরাদ্দে ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবী, ৫৬ জন গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন,৩ জন মেবাধী শিক্ষার্থীদের ল্যাপটব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও ৭টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৯ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।