নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মানবাধিকার সংস্থার তদন্তকারী কর্মকর্তা পরিচয়দানকারী মোজাদেদুল হক মিঠু নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিঠু পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত নূরুজ্জামান মোল্লার ছেলে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, দুপুর ২টার দিকে তার কার্যালয়ে এসে অফিসে নানা বিষয়ে তথ্য চান এক ব্যক্তি। ঐ ব্যক্তি নিজেকে ন্যাশনাল প্রেস সোসাইটির জেলা কমিটির ইনভেস্টিগেশন অফিসার পরিচয় দেন। কিন্তু তার কার্ড ও মুখে বলা তথ্যে কোনও মিল পাওয়া যায়না। তার কার্ডে নাম লেখা আছে মোজাদেদুল হক মিঠু। ওপরে লেখা রয়েছে মানবাধিকার। নিচে লেখা আছে সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার। ইউএনও কার্যালয়ে আসার আগে একই ব্যক্তি উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন। কথাবার্তা ও প্রশ্ন করার ধরণ দেখে তাকে নিয়ে সন্দেহ দেখা দেয়। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাকে নানা প্রশ্ন করতে থাকলে তিনি নানা অসংলগ্ন উত্তর দিতে থাকেন। তাই তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান বলেন, ‘মানবাধিকার সংস্থার তদন্তকারী কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।