নিজস্ব প্রতিবেদক:
“নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে মান সম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে মীনা দিবস ২০২২ উদযাপন হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উদযাপন হয়। দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ হলরুমে গল্প বলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রেজাউল হক, সহকারি শিক্ষা অফিসার ফাইজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডল,শিক্ষার্থী নাছিম রানা, সোনালী, আমিন সহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বনপাড়া পৌরসভা এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে কবিতা আবৃতি, গল্প বলা ও নৃত্য অনুষ্ঠিত হয়। পরে অথিতিরা শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্বলিত বই বিরতন করেন।